মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পিআইবির উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর প্রতিনিধি সাদাকাত আলী খান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপুন।
দুই দিনব্যাপি প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন ডেইলি সাটারের সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।
প্রশিক্ষণের প্রথম দিন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, নির্বাচনি আইন লঙ্ঘন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫, ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, হেট স্পিচ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদির মোকাবেলার গুরুত্ব, নির্বাচনি সাংবাদিকতা ও নৈতিকতা, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
এমআই