তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাংগঠনিক জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কো-অর্ডিনেটর হিসেবে আসাদুল্লাহ আল গালিব এবং জয়েন্ট কো- অর্ডিনেটর হিসেবে ফাইয়াজ লুবাত ও জারিন তাসমিয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনটির যশোর অঞ্চলের সাবেক কো-অর্ডিনেটর জনাব মোতালেব বিশ্বাস লিখন ও শাখা উপদেষ্টা তন্ময় সাহা জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন— দপ্তরসম্পাদক কানিজ তাবাসসুম এশা, অর্থ সম্পাদক অজয় বাওয়ালী, কর্মশালা সম্পাদক মাইমুনা রহমান, প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক শারমিন আক্তার শিলা, বিশেষ দিবস উৎযাপন সম্পাদক সাফায়েত হোসেন, প্রতিযোগিতা সম্পাদক সাইদি হোসেন, শিক্ষার্থী উন্নয়ন সম্পাদক সাখায়েত হোসেন, শিক্ষা গবেষণা ও পাঠচক্র সম্পাদক শোয়ায়েব হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মামুন হোসেন, কার্যকরী সদস্য মরিয়ম বিবি বৃষ্টি ও মোতালেব বিশ্বাস।
এ ব্যাপারে নব নির্বাচিত কো-অর্ডিনেটর আছাদুল্লাহ আল গালিব বলেন, কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞা বোধ করছি। ইয়ুথ এন্ডিং হাঙ্গার কেবল একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম নয়, এটি এমন একটি যুব আন্দোলন যা ক্ষুধামুক্ত, সচেতন ও দায়িত্বশীল বাংলাদেশ গঠনে তরুণদের সম্পৃক্ত করে। বাংলাদেশে ক্ষুধা, অপুষ্টি, দারিদ্র্য ও সামাজিক বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের তরুণরাই পারে সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে। আমাদের শাখা ক্যাম্পাসভিত্তিক সচেতনতা কার্যক্রম, কমিউনিটি ভলান্টিয়ারিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করবে, ইনশাআল্লাহ।
এমআই