সর্বশেষ সংবাদ
ডিআইইউ প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তন, অভিযোজন কৌশল ও টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা দিতে গাজীপুরে অবস্থিত "সিসিডিবি ক্লাইমেট সেন্টার" পরিদর্শন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর অর্থনীতি বিভাগ। ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত একদিনের এ শিক্ষাসফরে বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিভাগ সূত্রে জানা যায়, শিক্ষা সফরের উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনসংক্রান্ত গবেষণা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই উন্নয়ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান বৃদ্ধি করা। সফরকালে শিক্ষার্থীরা জলবায়ু ঝুঁকিপ্রবণতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত টেকসইতা নিশ্চিত করতে 'সিসিডিবি'-এর চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
পরিদর্শনকালে "সিসিডিবি" কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সামনে জলবায়ু অভিযোজন কৌশল, পরিবেশ বিষয়ক গবেষণা কার্যক্রম এবং কমিউনিটি-ভিত্তিক রেজিলিয়েন্স প্রোগ্রাম সম্পর্কে উপস্থাপন করেন। পাশাপাশি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন এবং মাঠপর্যায়ে উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ বিষয়ে ডিআইইউ’র অর্থনীতি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামীমা আক্তার বলেন, “শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। "সিসিডিবি ক্লাইমেট সেন্টার" পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে ধারণা পেয়েছে, যা তাদের একাডেমিক শেখার সঙ্গে বাস্তব জ্ঞানকে আরও শক্তিশালী করবে।
শিক্ষা সফরে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান, এ সফরের মাধ্যমে তারা পাঠ্যবইয়ের তাত্ত্বিক ধারণার সঙ্গে বাস্তব জলবায়ু সংকটের সংযোগ স্থাপন করতে পেরেছেন। বিশেষ করে অর্থনীতির নীতি-পরিকল্পনা, সম্পদ বণ্টন এবং টেকসই উন্নয়ন ধারণাগুলো কীভাবে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রয়োগ করা যায়—সে বিষয়ে তাদের উপলব্ধি আরও স্পষ্ট হয়েছে।
একে
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল