এম. পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঞ্চল্যকর লিমন মোল্লা(১০) নামে এক শিশুকে হত্যার ঘটনায় ১৭ বছরের এক মাদরাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোর একই গ্রামের ব্যবসায়ী জহুরুল কাজীর ছেলে। শিশুটিকে হত্যার ৩দিন পরে রবিবার তার হত্যাকারিকে পুলিশ আটক করে। নিহত লিমনের মুখ বাঁধা গেঞ্জিটির সূত্র ধরে পুলিশ এই কিশোরকে প্রাথমিকভাবে চিহ্নিত করে।
এ বিষয়ে বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজাদ উজ্জামান সোমবার দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘নিহত শিশু লিমনের হত্যাকারীও একজন শিশু। তাই তার নাম পরিচয় প্রকাশ করা হলো না। থানার শিশু বান্ধব কর্মকর্তা ও প্রবেশন কর্মকর্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে লিমনকে হত্যার কথা স্বীকার করেছে। তাই তাকে শিশু আইনের সকল প্রক্রিয়া মেনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তবে কি কারণে লিমনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাবার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে হত্যা করা হয় ৩য় শ্রেনির ছাত্র দোনা গ্রামের এনামুল মোল্লার ছেলে লিমন মোল্লাকে। রাত ১০ টার দিকে জল কাজীর বাড়ির সামনে ডোবায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।পরদিন শুক্রবার রাতে এ ঘটনায় লিমনের বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
সময় জার্নাল/এমআই