ডা. কামরুল হাসান সোহেল :
দেশে এখন কি চলছে? মহামারি? করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ চলছে।মহামারী মোকাবিলার দায়িত্ব কার? সরকারের তাই না? সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অংগ প্রতিষ্ঠানের দায়িত্ব মহামারী নিয়ন্ত্রণ করা।
মহামারী নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিবে, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে ও তা বাস্তবায়ন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য অবশ্যই অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে এবং সবাই সম্মিলিতভাবে করোনা মোকাবিলা করবে।
বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে তা-ই ঘটেছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘটছে উল্টো এখানে সিদ্ধান্ত আসে অন্য মন্ত্রণালয় থেকে আর তা বাস্তবায়ন করতে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে তার ফলাফল হলো সব কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে লেজেগোবরে অবস্থা হয়। প্রতি মূহুর্তে নতুন নতুন সিদ্ধান্ত আসে যেই সিদ্ধান্ত আবার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যায়।
করোনা মোকাবিলায় এত সিদ্ধান্তহীনতা, এত সমন্বয়হীনতার জন্যই করোনার রাশ টেনে ধরতে পারছেনা সরকার।