আব্দুর রব, হাবিপ্রবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।।
১৫ই আগস্ট রবিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে বিশ্বিবদ্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নিশাত, বিজন, সৌরভ, আশিক, নাজমুল, মামুন, জাহাঙ্গীর, বেগ জাহিদ, জয়, কল্লোল, মুত্তাকিন মোমিনসহ আরো অনেকে।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গিকার করেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা বিশ্ববিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। তিনি আরো বলেন, “শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হাবিপ্রবি ছাত্রলীগ বদ্ধপরিকর।”
সময় জার্নাল/এমআই