সময় জার্নাল প্রতিবেদক: (১৬ আগস্ট) থেকে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দি নৌ-রুটে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর সাড়ে ছয়টা পর্যন্ত সব ধরণের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)।
বিআইডব্লিওটিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌ-রুটে পানির চাপ বৃদ্ধির কারণে তীব্র হচ্ছে। এ অবস্থায় নৌদুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে চলাচলকারী সব যাত্রীবাহী নৌযান ভোর সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলাচল করতে পারবে।
কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ছয়টার পর ঘাট ত্যাগ করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিওটিসির এজিএম (মেরিন) জনান, বিআইডব্লিওটিএ কর্তৃপক্ষ থেকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। প্রচণ্ড স্রোতের মধ্যে রাতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।
সময় জার্নাল/এমআই