স্পোর্টস ডেস্ক। সময় জার্নাল : আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন দেশটির ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে।
শুধু ক্রিকেটকে নিয়ে নয়; পরিবার ও স্বজনদের নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন আফগান দলের অধিনায়ক রশিদ খান।
কিন্তু এখন পর্যন্ত যা দেখা গেল, তালেবানদের ক্ষমতা দখল ক্রিকেটের ওপর কোনো প্রভাব ফেলছে না। বরং ক্রিকেটে আরও উন্নতি আনায় সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন তালেবানরা।
সেই আশ্বাসের প্রথম ধাপ দেখা গেল। রাজধানী কাবুলে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা গেছে নিশ্চিন্তেই।
নতুন ব্যাটিং কোচও পেয়েছেন রশিদ-নবীরা। শ্রীলংকার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
টুইটারে গুনাবর্ধনের নিয়োগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়ার পর অবশ্য পরে সে টুইট মুছে ফেলে এসিবি।
তবে ক্রিকবাজ বলছে, পাকিস্তান সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে গুনাবর্ধনেকে। দক্ষিণ আফ্রিকার হিল্টন ডিওন অ্যাকারম্যানের জায়গা নিচ্ছেন তিনি।
এর আগে শ্রীলংকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন গুনাবর্ধনে।
সব কিছু ঠিক থাকলে আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বরের মাঝে পাকিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে আফগানিস্তান।
সিরিজ পাকিস্তানের সঙ্গে হলেও ভেন্যু শ্রীলংকায়। সে অর্থে সাবেক লংকান তারকাকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করে দারুণ সিদ্ধান্ত নিল আফগান বোর্ড।
সময় জার্নাল/আরইউ