এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের আতঙ্ক রাসেল মোল্লা (৩২) কে র্যাব-৬ গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে চিংড়াখালী ইউনিয়নের সিংজোর গ্রামের একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করে ভোর রাতে মোড়েলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, রাসেল মোল্লা চিংড়াখালী ইউনিয়নের সিংজোর গ্রামের মো. ছিদ্দিক মোল্লার ছেলে। রাসেল মোল্লা এলাকায় চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, ডাকাতিসহ ১৬ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আদালতের দু’টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রাসেল মোল্লা এলাকায় সর্বক্ষনিক দাও এবং ছোট কুঠার নিয়ে চলাফেরা করত। এ কারনে এলাকার লোকজন তাকে কখন কিছু বলার সাহস পেতনা। তাকে কেউ কিছু বললে তাদেরকে লাঞ্চিত হতে হত।
র্যাব রাসেল মোল্লার কাছ থেকে একখানা দাও ও একটি কুঠার উদ্ধার করেছে। রাসেল মোল্লা গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, চিংড়াখালী ইউনিয়নবাসী তিনজন সন্ত্রাসির হাতে জিম্মি হয়ে আছে। এর মধ্যে ইউপি সদস্য সোহেল খান গত মঙ্গলবার আদলতে একটি মামলায় আত্মসমর্পন করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। রাসেল মোল্লাকে র্যাব দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেল মোল্লা জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে রাতে সে কলা বাগানে ঘুমাতেন। ইতোমধ্যে তিনি কয়েকবার হাজত বাসও করেছেন।
এ ব্যাপারে মোড়েলগঞ্জ থানা ওসি মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, র্যাবে’র এসআই মো. আব্দুল খালেক বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। পুলিশ বৃহস্পতিবার বিকেলে রাসেল মোল্লাকে আদলতে প্রেরণ করেছে।
সময় জার্নাল/