মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিজ হেডকোয়ার্টারের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।
প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের ও সেনাবাহিনীর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, "উপাচার্যের অক্লান্ত পরিশ্রম, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সদিচ্ছায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত ও স্বপ্নের অধিকতর উন্নয়ন প্রকল্প সেনাবাহিনীদের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে। আজকে আমরা ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সেনাবাহিনীরর মাধ্যমে করার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি। আর সেনাবাহিনী তাদের কাজ হিসেবে প্রথমে বিশ্ববিদ্যালয়ের গেটের কাজ হাতে নিবে। যা আগামী ১৬ তারিখে শুরু হবে। আশাকরি অতিদ্রুত তারা কাজ শেষ করতে পারবে।"
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবকাঠামোগত নানা সংকট নিরসনে ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সময় জার্নাল/