ময়মনসিংহ প্রতিনিধি।সময় জার্নাল : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা শনাক্ত হয়ে এবং ছয়জন উপসর্গ নিয়ে মারা যান।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া চারজন ময়মনসিংহের। তারা হলেন—ময়মনসিংহ সদরের আবু আলি (৮৭), ভালুকা উপজেলার আবুল কাসেম (৮০), গফরগাঁওয়ের আমেনা বেগম (৯০) ও ত্রিশালের আব্দুল মোতালেব (৬৫)।
এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ময়মনসিংহ জেলার। অন্যজন জামালপুরের বাসিন্দা। তারা হলেন—ময়মনসিংহ সদরের নাসরিন আক্তার (৩০), ত্রিশালের মজিদা খাতুন (৭০), ভালুকার সালমা আক্তার (৭০), হালুয়াঘাটের আব্দুর রহমান (৭২), মুক্তাগাছার আনোয়ারা বেগম (৫০) ও জামালপুরের ইন্তাজ আলি (৭৫)।
ডা. মুন আরো জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৮ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
এদিকে জেলায় একদিনে ৮০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম।
সময় জার্নাল/আরইউ