স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে ডাক পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ ও নায়েব তাহমিদ ইসলাম। জাতীয় দলে ডাক পাওয়ায় দু’জনেই বেশ উচ্ছ্বসিত। আজ (বুধবার) বাফুফেকে দেওয়া এক ভিডিও বার্তায় নিজেদের অনুভূতি জানিয়েছেন এই দুই ফুটবলার।
কিরগিজস্তানে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে কানাডা ও ফ্রান্স থেকে দুই প্রবাসী ফুটবলার ডাক পেয়েছে জাতীয় ফুটবল দলের স্কোয়াডে। প্রথমবার ডাক পেয়ে উচ্ছসিত দুই ফুটবলার।
জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত রাহবার বলেন, ‘খুবই ভালো লাগছে জাতীয় দলে ডাক পেয়ে। আমার মনোযোগ থাকবে মূল একাদশে খেলা। নিজে গোল করা এবং দলকে জেতানোই হবে আমার লক্ষ্য।’
যার বদৌলতে জাতীয় দলে ডাক পেয়েছেন সেই ব্রিটিশ কোচ জেমি ডে’কে প্রশংসায় ভাসালেন কানাডি প্রবাসী এই ফুটবলার, ‘কোচ জেমি আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। দলের সকল সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি। আমার জন্য অনেক গর্বের বিষয়।’
প্যারিস প্রবাসী তাহমিদ ইসলামও বেশ খুশি, ‘আমি ফ্রান্সের প্রবাসী। ফুটবল ভক্ত। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে আমি আনন্দিত। ধন্যবাদ জানাতে চাই আমার কোচ জেমি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। দেশের সবার কাছে দোয়া চাই যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারি।’
এই দুই ফুটবলারের ২৮ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশের টিম হোটেলে পৌঁছাবেন। ছয় দিন ক্যাম্প ও অনুশীলন পর তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর ফিলিস্তিন, কিরগজিস্তান ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিনটি ম্যাচ বাংলাদেশের।
সময় জার্নাল/এমআই