ইসাহাক আলী, নাটোর: সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং অভিভাবকরা।
সকালে জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে প্রেসক্লাব এলাকায় এই মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক নবী নেওয়াজ পিন্টু , জাহাঙ্গীর আলম বাপ্পী সহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সরকারী কোন সুযোগ সুবিধা ছাড়াউলই কিন্ডারগার্টেন শিক্ষকরা ১৮ মাস থেকে নানা সংকটে রয়েছে। এছাড়া কোমলমতি শিক্ষার্থীরাও পড়াশোনা বিমুখ হয়ে পড়েছে। অবিলম্বে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান বক্তারা।
সময় র্জানাল/এমআই