শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু ৩ সেপ্টেম্বর

শনিবার, আগস্ট ২৮, ২০২১
বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু ৩ সেপ্টেম্বর

সময় জার্নাল প্রতিবেদক : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সাথে পুনরায় ৩ সেপ্টেম্বর ফ্লাইট চালু হচ্ছে। আকাশপথে যোগাযোগ শুরুর বিষয়ে বাংলাদেশের প্রস্তাবের পর ভারত তাতে সাড়া দেয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার রাতে বেবিচক সূত্র এ তথ্য জানিয়েছে।

বেবিচক জানায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে ফ্লাইট স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সাথে সাথে দু’দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদফতরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট ফের শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেবিচক। তবে ভারত ৩ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেন ফ্লাইট চালুতে সম্মতি দেয়।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল