মুকবুল হোসেন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার শিল্প পার্ক সংলগ্ন চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন আহত হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) বিকাল ৫:৩০ মিনিটে এই ঘটনা ঘটেছে।
ভবেরচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া শিল্প পার্ক সংলগ্ন চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কায় আহত ৩ ব্যক্তিকে উদ্ধার করি। আহত ব্যক্তিদের কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
উদ্ধারকৃত আহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো পাওয়া যায় নাই।
সময় জার্নাল/এমাই