শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রোববার, আগস্ট ২৯, ২০২১
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রেজাউল করিম রেজা। কুড়িগ্রাম: কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। নদ-নদী তীরবর্তী এলাকার দেড় শতাধিক চর-দ্বীপচর নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়েছে অন্তত ত্রিশ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী জানায়,সোমবার সকালে ধরলার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ও ব্রক্ষপুত্র নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, দুধকুমার, গঙ্গাধর সহ জেলার সব কটি নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নি¤œঞ্চলের পাানি বন্দী মানুষজন অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। বিছিন্ন হয়ে পড়েছে চর ও দ্বীপচরের আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা। কৃষি অফিস সূত্র জানায়, জেলার নিন্মাঞ্চলের ১৪ হাজার ১০ হেক্টর জমির আমন ক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন সূত্রে জানা গেছে, বন্যার্তদের জন্য ১২ লক্ষ টাকা ২শ ৮০ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল