রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে অটো রিক্সার চাপায় এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশুর নাম মো. সোহাগ মিয়া (৭)। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়–য়ার পাড়া গ্রামের ছবিয়াল মিয়ার ছেলে।
সোমবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলাম জানান, নিহত শিশু সোহাগ বিস্কুট কিনতে ইউনিয়ন পরিষদের পাশের একটি দোকানে যায়। অপর দিক থেকে আসা একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে এসে ওই শিশুটিকে চাপা দেয়। এসময় সে গুরুতর আহত হলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মো: আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সময় জার্নাল/এমআই