রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

গজারিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১
গজারিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

মুকবুল হোসেন,গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ, (অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র )এয়ারেটর ও ৬ টি সাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় কর্তৃক উদ্যোগে (বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি) স্লোগানে কার্প জাতীয় ( মিশ্র) ২০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করে। এসময় সিবিজি সভাপতি অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র ২ সেট এয়ারেটর মোহাম্মদ আক্কাস আলী মোল্লা কে এবং ইউনিয়ন মৎস্যচাষী প্রতিনিধি ৬ জন লিফ কে ৬ টি সাইকেল প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নাকি, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু প্রমুখ।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল