বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১
জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: কোভিট-১৯ এর বিস্তার রোধে জনসচেতনতা কার্যক্রম বৃদ্ধি এবং বিভিন্ন ক্যাম্পেইন সমূহ ও ডিজিটাল বাংলাদেশের অর্জনসমূহ এর বহুল প্রচারের নিমিত্তে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসপায়ার টু ইনোভেন্ট (এটুআই) প্রোগ্রাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায়, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুন নাহার।
কর্মশালায় ঠাকুরগাঁও জেলায় মাস্ক বিতরণী হাব সফটওয়্যার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়াও কোভিট-১৯ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক পড়ার বিষয়ে ১০০% নিশ্চিত করার জন্য বিশদ আলোচনা হয় কর্মশালায়।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, কোভিট-১৯ মোকাবেলায় মাস্ক এর বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি ব্যাক্তিকে মাস্ক অবশ্যই পড়তে হবে। নো মাস্ক নো সার্ভিস এই স্লোগানটি শতভাগ কার্যকর করতে জেলা প্রশাসন আরো কঠোর অবস্থান নিবে। তাই সকলকে মাস্ক পড়তে হবে। আর ঠাকুরগাঁওয়ে এখন থেকে কতগুলো মাস্ক বিতরণ হচ্ছে তা সফটওয়্যার এর মাধ্যমে হিসাব রাখা হবে। তাই সরকারী বা বে-সরকারী যে কেও মাস্ক বিতরণ করলে তা জেলা প্রশাসনকে অবহিত করুন।
সময় জার্নাল/এমআই