এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে সামাজিক সংগঠন বারাসিয়া যুব সংঘের উদ্যোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে তিন শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের কালিয়ান্ডু বটতলা সড়কে এসব বৃক্ষরোপন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, বারাসিয়া যুব সংঘের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা, সংগঠনের সভাপতি মো. মফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আকিদুল শেখ, ক্রীড়া সম্পাদক মো. ইমামুল শেখ, অর্থ সম্পাদক কাজল কুমার দে, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মুরছালিন আবির, শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন বিশ্বাস, প্রচার সম্পাদক আলী আকবর, আইনবিষয়ক সম্পাদক সুজয় কুমার শীল, আইন বিষয়ক সহ-সম্পাদক হৃদয় শীল প্রমুখ।
উল্লেখ্য, বারাসিয়া যুব সংঘ নামের সামাজিক সংগঠনটি উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
সময় জার্নাল/ইএইচ