রেজাউল করিম রেজা| কুড়িগ্রাম : জেলায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলার পানি হুহু করে বেড়ে গত ২৪ ঘন্টায় ২৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চিলমারী, উলিপুর, রৌমারী, রাজিবপুর ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ৭০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, হঠাৎ করে অবিরাম বৃষ্টির ফলে ধরলা নদীর পানি বেড়েছে। ব্রম্মপুত্র নদের পানি কমতে শুরু করেছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি এখনো বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচে রয়েছে। যে কোন সময় তিস্তার পানি আবারো বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে এ সমস্যা অল্প সময়ের মধ্যে কেঁটে যাবে আশা এ কর্মকর্তার।
সময় জার্নাল/আরইউ