ইসাহাক আলী, নাটোর: বন্ধ হয়ে যাওয়া চিনিকলের শ্রমিক-কর্মচারী সমন্বয়ের আদেশে, নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে শ্রমিক কর্মচারীরা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মিল জোন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এর আগে গতরাতে বন্ধ হওয়া মিলের শ্রমিক কর্মচারীদের সংযুক্তি করে সমন্বয়ের আদেশ দেয়া হয় চালু মিলগুলোতে। নর্থবেঙ্গল চিনিকলে এ আদেশ আসার খবরে সকাল থেকেই মিলে জড়ো হতে থাকে শ্রমিক ও কর্মচারীরা। পরে দুপুরের দিকে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এদিকে শ্রমিকদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে সেখানে উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাফ হোসেন ঝুলফু। এসময় আন্দোলনকারীদের মিলের প্রশাসনিক ভবনে প্রবেশে বাধা দেয়া হয় বলে অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান।
এ সময় আর বক্তব্য দেন উত্তরবঙ্গ আঁখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাবেক সিবিএ সভাপতি শহীদুল ইসলাম ও আব্দুর রউভ সরকার। বক্তারা সমন্বয়ের নামে অন্য মিলের শ্রমিক কর্মচারিদের নর্থবেঙ্গল চিনিকলে সংযুক্ত করার সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষনা দেন। এছাড়া অব্যাহত আন্দোলনের অংশ হিসাবে শ্রমিক সমন্বয় বন্ধ না হলে আগামীকাল বিকাল ৪টায় আবারো বিক্ষোভের ঘোষনা দেন তারা।
এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবির বলেন, সরকারি নির্দেশ তিনি পেয়েছেন তাই তা তাকে বাস্তবায়ন করতে হবে। তবে তিনি বলেন , দীর্ঘদিন থেকে মিলের অস্থায়ী কর্মচারীরা চাকুরি স্থায়ী করনের আশায় কম বেতনে চাকুরি করে আসছিল এখন তারা বেকার হয়ে পড়বেন এটা কষ্টদায়ক।
সময় জার্নাল/এমআই