এহসান রানা : ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
উপজেলার চরনাছিরপুর ও চরমানাইর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৬৪টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় চন্দ্রপাড়া লঞ্চঘাট এলাকায় বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসাবে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার অসহায় পরিবারের মাঝে চাউল, ডাল, আটা, লবন ও তেল খাদ্য সামগ্রী তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আক্কাছ আলী, মোঃ আইয়ুব আলীসহ ইউপি সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক অতুল সরকার পদ্মা নদীর চর নাসিরপুর ইউনিয়নের মোল্লা কান্দি, বাবর আলী কান্দি, শিমুলতলী, নাজির শিকদারের ডাঙ্গী, খালাসী ডাঙ্গী পরিদর্শন করেন।
এর আগে সকালে ফরিদপুরে ৮১ কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে গণটিকার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। ফরিদপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলার নয় উপজেলায় একযোগে চলছে এই কর্মসূচি। দ্বিতীয় পর্যায়ে গণটিকা প্রদান কার্যক্রমে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে ৪২ হাজার ২০০ ব্যক্তিকে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বুলু প্রমুখ।
সময় জার্নাল/এমআই