নুরুল ইসলাম নীরব :
আমার কিছু শুভাক্ষাংখীরা (পরে নাম বলবো) বলেন, আজকে তুমি রিকশা চালাও তার মানে এই না যে আগামীতে তুমি প্রাইভেট কার চালাতে পারবে না। কথাটা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ।
তার একটা উদাহরণ আজ তুলে ধরবো। যার কথা বলছি তিনি আর কেউ নন আলিবাবার সত্ত্বাধিকারী জ্যাঁক মা।
কোম্পানি গঠনের শুরুতে জ্যাক বলেছিলেন, তার কোম্পানি আলিবাবা আগামী ২০ বছরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ১০ টি কোম্পানির ১ টি হবে। ভাবনার বিষয় হলো- যখন তিনি এই কথা বলেন তখন তার অফিস স্টাফদের পরের মাসের বেতন দেওয়ার মতো টাকা তার কাছে জমা ছিলো না। এমনকি তখন নিজের বাসাটাকেই অফিস হিসেবে ব্যবহার করতেন। এরপরও তিনি চেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং অবশেষে সফল হয়েছেন।
সুতরাং আজকের অবস্থা দেখে কোন উদ্যোক্তাকে বিবেচনা করবেন না। এ কথা সবাই স্বীকার করেন যে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই সফলরা আজ সফল।
লেখক : নূরুল ইসলাম নিরব
চেষ্টারত উদ্যোক্তা