গোলাম আজম খান, কক্সবাজার : সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে ভেসে আসে কোরআন তেলাওয়াতের সুর। সন্ধ্যা হতে সে সুর ছড়িয়ে পড়ে আশেপাশের সব এলাকায়। কোরআন তেলাওয়াতের মোহনীয় সুরের টানে ঈদগাহ ময়দানে ভিড় করতে থাকেন কোরআন প্রেমিকরা।
শনিবার দিন ব্যাপী (১৩ মার্চ) কক্সবাজার ঈদগাহ ময়দানে ৫ম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে দেখা গেছে এমন দৃশ্য।
বাদ এশা সম্মেলনস্থলে তিল ধারণের ঠাঁই ছিল না। ঈদগাহ ময়দান ছাড়িয়ে সড়কে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত শুনেন দ্বীনপ্রেমিকেরা। পবিত্র কুরআনের তেলাওয়াত শুনতে দূর-দূরান্ত থেকে পঙ্গপালের মতো ছুটে আসেন মু’মিনেরা। বাদ এশা থেকে রাত ১২টা পর্যন্ত দেশী-বিদেশী কারীদের সুরের মূর্ছনায় উজ্জীবিত হয়ে উঠেছিল মু’মিন হৃদয়। কারীদের হৃদয় ছোঁয়া সুরের মূর্ছনায় মনে হচ্ছিল মহাগ্রন্থ আল কুরআন যেন এই মুহূর্তে নাজিল হচ্ছিল লাওহে মাহফুজ থেকে।
বিশ্বের সেরা কারীদের সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীরা। বিশেষ করে মিশরের প্রখ্যাত ক্বারী শায়খ ক্বারী আব্দুন নাসের হারক, ক্বারী সায়ীদ তুসী, ক্বারী মাহমোদ আব্দুল বাসেত হারক কন্ঠে যখন পবিত্র কুরআনের এক একটি আয়াত তেলোয়াত হচ্ছিল, আর সেই সাথে বিমুগ্ধ শ্রোতাদের ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছিল প্যান্ডেল ছাড়িয়ে পুরো এলাকা। মহান স্রষ্টা আল্লাহর সেই চিরন্তন বাণীর সুরে লাখো জনতা তন্বয় হয়ে কুরআনের সুর মূর্ছনা শুনছিলেন। ময়দান জুড়ে এক অন্যরকম দৃশ্য।
ক্বারী জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী এবং দেশবরেণ্য ক্বারী সাহেবানরা পবিত্র কুরআনের তেলাওয়াতে মুখরিত করে তুলেন সাগর পাড়ের পর্যটন শহর কক্সবাজার এর আকাশ বাতাস।
এছাড়াও দেশের বরেণ্য ক্বারী শায়খ আমজাদ হোসাইন, ক্বারী শায়খ শহীদুল ইসলাম, ক্বারী শায়খ আহমাদুল হক, (পটিয়া) ক্বারী শায়খ মুফিজুল হক, (চট্রগ্রাম), ক্বারী শায়খ ইসহাক, (ইসাপুর), ক্বারী শায়খ আনওয়ার, (চট্রগ্রাম) ও ক্বারী শায়খ আব্বাস সম্মেলনে কুরআন তেলাওয়াত করেন।
এর আগে সকাল ১০টা থেকে হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাদ আছর থেকে স্থানীয় ক্বারীদের তিলাওয়াত শুরু হয়েছে। বাদ মাগরিব বিভাগীয় ক্বারীদের তিলাওয়াত, ঈশার নামাজের পূর্বে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সময় জার্নাল/আরইউ