সময় জার্নাল প্রতিবেদক: জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন অতুলনীয় ব্যক্তিত্ব। তাঁর সান্নিধ্যে যারা এসেছিলেন তাঁরা কখনো তাঁকে ভুলতে পারবে না।।
(০৯ সেপ্টেম্বর) মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত জানিপপ আয়োজিত ওয়েবেনারে সভাপতির বক্তব্যে ড. কলিমউল্লাহ এসব কথা বলেন।
আলোচনায় সূচনা বক্তব্য দেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দিপু সিদ্দিক। তিনি বঙ্গবন্ধুর আচরণ ও নেতৃত্বের গুণাবলি নিয়ে আলোচনা করেন।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইউএন ডিজএ্যাবিলিটি হিউম্যান রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল। তিনি বাংলাদেশ বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধার সাথে তুলে ধরেন। এছাড়াও তিনি উল্লেখ করেন যে, আগামী বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর দর্শন ও ইতিহাস পড়তে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রলি। তিনি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
এছাড়াও আজকের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, দিনাজপুর পীরগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, জানিপপ ন্যাশনাল ভলেন্টিয়ার আফসানা করিম, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান এবং পীরগঞ্জ থেকে মোঃ আরিফুল ইসলাম।
সময় জার্নাল/এমআই