আমাদের কথা হয় না অনেক দিন
দেখা হয় না তার থেকেও ঢের বেশি
তবে কি আমরা একে অপরকে ভুলতে বসেছি?
নাহ!
বরং পরস্পর পরস্পরকে আরো বেশি উপলব্ধি তে রেখেছি
দুজন দুজনের জন্য বড় বেশি অনিবার্য হয়ে উঠেছি।
আমাদের প্রেম
আমাদের ভালোবাসা
সাধারণ আর দশটি প্রেমিক প্রেমিকার মতো
গতানুগতিক নয়।
কেও কাওকে ভালোবাসি শব্দটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ করিনি
কখনো কাঁধে হেলান দিয়ে বসে রৌদ্র স্নান
বা জ্যোৎস্না স্নানের প্রয়োজন অনুভব করিনি
কখনো অতি নিরাপদ ও বিশ্বাসের হাতটি ধরে
যোজন যোজন মাইল হাঁটা হয়নি
তীব্র শীতে কুয়াশা মোড়া সকালে বা রাত্রে
একি চাদরের আড়ালে উষ্ণতা অনুভব করিনি।
আমাদের চাওয়া অতি সামান্য
রাত্রি পোহালে স্নিগ্ধ সকালে জানতে মন চায়
তুমি ভালো আছো তো?
সময় জার্নাল/এসএ