এহসান রানা , ফরিদপুর : ফরিদপুর জেলা সদর থেকে ভাঙ্গায় ফৌজদারি ও দেওয়ানির পাঁচটি আদালত স্থনান্তরের উদ্যোগের প্রতিবাদে বিভিন্ন মহলের উদ্যোগে চলছে নানা কর্মসূচি ।
গত বৃহস্পতিবার থেকে অনিদিষ্ট কালের জন্য আইজীবীরা কোর্ট বর্জন কর্মসূচি পালন করছেন। ফরিদপুরের ঐতিহ্য ধ্বংস করে কোন অবস্থাতেই ওই আদালতগুলো ভাঙ্গায় নিতে দেওয়া হবে না, প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছে আনন্দোলনকারিরা।
উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুর জেলা সদরে অবস্থিত ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, সালথা ও নগকান্দা উপজেলার দেওয়ানী ও ফৌজদারি আদালত ভাঙ্গায় স্থনান্তরের উদ্যোগ নেওয়ার বিষয়টি জানাজানি হয়।
গত ৪ মার্চ ফরিদপুরের জেলা ও দায়রা জজ এ সংক্রান্ত ইতিবাচক মতামত দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠান। গত ৯ মার্চ বিষয়টি জানাজানি হয়ে পড়লে আইনজীবীদের সাথে বিক্ষোভে পেটে পড়ে ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
সময় জার্নাল/এমআই