বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক: বর্ষপূর্তি উদযাপন করলো তিতুমীর কলেজ আইটি সোসাইটি। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করার প্রত্যয় নিয়ে গড়ে তোলা তিতুমীর কলেজ আইটি সোসাইটির একবছর পূর্ণ হলো।
করোনাকালে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অনলাইনে যাত্রা শুরু করে এ সংগঠনটি। যাত্রা শুরুর পর সংগঠনটি এক বছরে তিতুমীর কলেজের ৬৫০ জনের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে বিভিন্ন আইটি কোর্স করিয়েছে।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের সেমিনারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা এবং তিতুমীর কলেজ আইটি সোসাইটির এডভাইজার ও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানে তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সকলের সামনে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
বর্ষপূর্তি উপলক্ষে তিতুমীর কলেজের বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানিয়েছে তিতুমীর কলেজ আইটি সোসাইটিকে।
সময় জার্নাল/এমআই