বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের http://http/:admission.ru.ac.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বেলা ১২টা থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
তিনি আরো বলেন, অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা নানা কারণে নির্দিষ্ট সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারে না। আবার অনেকে সংগ্রহ করে হারিয়ে ফেলে, তাদের জন্য পরীক্ষার দুইদিন আগে আবার প্রবেশপত্র সংগ্রহের সুযোগ দেয়া হবে। তবে আশা করছি শিক্ষার্থীরা ২২ তারিখের মধ্যেই প্রবেশপত্র সংগ্রহ করে নিবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হবে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এবছর তিনটি ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এমআই