সময় জার্নাল প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা দেশের রোগীদের জন্য নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছেন। তাদের সেবার প্রদানের কারণেই রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তাই করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের সাথে যারা জড়িত আছেন তাদের সবাইকে আমার স্যালুট জানাই। প্রত্যেক রোগীকে নিজ পরিবারের একজন সদস্য মনে করে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হাসিমুখে কথা বলতে হবে। রোগীদের রক্তচাপ পরিমাপ করাসহ যে ধরণের পরীক্ষা নিরীক্ষা নিজ হাতে করা সম্ভব সে ধরণের পরীক্ষা নিরীক্ষা নিজ হাতে করতে হবে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিএসএমএমইউ'র এ ব্লক অডিটোরিয়ামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের মনোবল বৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে উপাচার্য একথা বলেন।
এছাড়াও অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সকালে হাসপাতাল রাউন্ড দেন এবং পাবলিক এন্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এমপিএইচ ১০ম ব্যাচের থিসিস রিসেপশন ২০২১ইং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন।
এ সকল অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই