বিনোদন ডেস্ক।সময় জার্নাল : ‘ওরা ৭ জন’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা খিজির হায়াত খান। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের সাত জন যোদ্ধার একটা মিশন নিয়ে সিনেমাটির গল্প এগিয়ে যাবে।
সিনেমাটি অভিনয় করতে যাচ্ছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা শানু, তাসনিম তাসফি, জয় রাজ, হামিদুর রহমান প্রমুখ।
খিজির হায়াত খান জানিয়েছেন, চলতি মাসের ২৭ তারিখ সিলেটে শুট শুরু হবে; চলবে টানা ৪০ দিন।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই।
সময় জার্নাল/আরইউ