মো. মাইদুল ইসলাম: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৩ তম শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ এস এম আসাদুজ্জামান। নির্বাচনে তার নিকটতম প্রার্থী ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম কামাল উদ্দীন হায়দার।
এছাড়াও নির্বাচনে সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গনিত বিভাগের প্রভাষক শেখ নাজিয়া জাহান।
রবিবার ১৯ সেপ্টেম্বর সরকারি তিতুমীর কলেজের ২৩ তম শিক্ষক পরিষদের নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০৫জন ভোটারের মধ্যে ৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান। নিকট তম প্রার্থী অধ্যাপক এস এম কামাল উদ্দীন হায়দার পেয়েছেন ৯৫ভোট। নির্বাচনে পরাজিত নন, ভালোবেসেই ফলাফল মেনে নিয়েছেন সদ্য সাবেক সম্পাদক এস এম কামাল উদ্দীন হায়দার।
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বীতার পদগুলোতে একমাত্র প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যারা-
১। যুগ্ম-সম্পাদক: রীতা খন্দকার, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ।
২। দপ্তর সম্পাদক: মোঃ গালিব হোসেন, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ।
৩। কোষাধ্যক্ষ: কাজী মোহাম্মদ আল-নুর, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান।
৪। নির্বাহী সদস্য: শামীমা পারভীন (অধ্যাপক), শরিফুল আলম সিদ্দিকী (সহযোগী অধ্যাপক), ড. নিলুফার ইয়াসমিন (সহকারী অধ্যাপক) ও নাদিমুল হক (প্রভাষক)।
সময় জার্নাল/এমআই