এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: প্রথম ধাপে ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৪ ইউনিয়নে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে জিউধরা, পুটিখালী, বনগ্রাম, চিংড়াখালী, তেলিগাতি, হোগলাবুনিয়া ও বহরবুনিয়া ৭টি ইউনিয়ন রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থানে।
কঠোর নিরাপত্তা, অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচনের জন্য নজরদারিতে মাঠে থাকছেন ৩ প্লাটুন র্যাব, ১০ প্লাটুন বিজিবি, পুলিশের ৫টি স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ১৪টি, ১২৮টি ভোট কেন্দ্রে থাকছে ৫ জন করে পুলিশ সদস্যর টিম সর্বমোট ৭০৬ জন। এ ছাড়াও আনসার ভিডিপি ২ হাজার ১৭৬ জন সদস্য ২৫৬ জন পিসি, এপিসি এর মধ্যে ২ জন করে অস্ত্রধারী কেন্দ্রে থাকছেন।
এ সর্ম্পকে নির্বাচন পরিচালনা আইন শৃংখলা দায়িত্বে থাকা সমন্বয়কারি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, শান্তি শৃংখলা পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তকে ঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোর ক্ষেত্রে কঠোর নজরদারি রাখা হয়েছে। ৫জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক থাকছেন। প্রধান সমন্বয়কারি থাকছেন জেলা
এডিসি জেনারেল খন্দকার মো. রেজাউল করিম।
উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা বলেন, এ উপজেলায় ১৬ টি ইউনিয়নের ১৪টি ইউপিতে ১২৮ টি ভোট কেন্দ্রে ৫৪৬ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার রয়েছে ১লাখ ৭৩ হাজার ৭৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৭৩ এবং নারী ভোটার ৮৬ হাজার ৬০ জন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সময় জার্নাল/এমআই