মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

হাবিপ্রবির ছাত্র পরামর্শ বিভাগে নতুন ২ সহকারী পরিচালক

সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১
হাবিপ্রবির ছাত্র পরামর্শ বিভাগে নতুন ২ সহকারী পরিচালক

মো. হাবিবুর রহমান। হাবিপ্রবি প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকের দু’টি পদে দায়িত্ব পেয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইন উদ্দিন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। 

সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা.ফজলুল হক স্বাক্ষরিত আলাদা দুই অফিস আদেশ এ তথ্য জানানো হয়। 

সহকারী অধ্যাপক মাইন উদ্দীন বলেন, ‘প্রথমেই উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাই। আমার প্রতি অর্পিত দায়িত্ব পালনে সবার সহোযোগিতা কামনা করছি।

সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান বলেন, ‘শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞাতা প্রকাশ করছি হাবিপ্রবির উপাচার্য স্যারকে। আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতিতে অবদান রাখতে চাই। সেই সাথে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা যথাযথ পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

সময় জার্নাল/আরইউ



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল