বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১
মোংলা প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেয়ায় পরাজিত মেম্বারের নেতৃত্বে হামলায় এক নারীসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোংলার চিলা ইউনিয়নে ৫ নং ওয়ার্ড়ের পরাজিত মেম্বার প্রার্থী বেল্লাল হোসেনের নেতৃত্বে ওই হামলায় স্থানীয় বাসিন্ধা ও বর্তমান মেম্বার আবদুল হালিমের সমর্থক ওয়াসিম শেখ (৩৫), জোহরা বেগম (৩৮), মোস্তাকিন(২৭) ও আসাদুল হাওলাদারের(২৭) আহত হয়েছেন।
আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত ওয়াসিম শেখের দাবি, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী বেল্লাল হোসেনকে ভোট না দেয়ার তাদের উপর হামলা চালানো হয়।
হামলার ব্যাপারে জানতে পরাজিত মেম্বার প্রার্থী বেল্লাল হোসেনকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বর্তমান মেম্বার আবদুল হালিম জানান, হামলার ঘটনায় আহত সকলকেই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তা অমিত রায় বলেন, অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/এমআই