এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মোটরবাইকে করে অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সহকারী পশুসম্পদ কর্মকর্তা মাহফুজ ঠাকুর (৪৮) নিহত হয়েছেন।
তিনি ফরিদপুরের ভাঙ্গা পশুসম্পদ অফিসে কর্মরত ছিলেন। ফরিদপুরের সালথা উপজেলার মহেন্দ্র এলাকার অধিবাসী তিনি।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদীতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় আহত হন তিনি। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রামের বাড়ি সালথায় দাফন করা হয়েছে।
ফরিদপুরের পশুসম্পদ কর্মকর্তা ডা. ফুহাদ জানান, মাহফুজ সকালে গরুর ভ্যাকসিন আনতে ফরিদপুর জেলা অফিসে যান। সেখানে থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
ফরিদপরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, ফরিদপুরগামী গরু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
সময় জার্নাল/এমআই