ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আয়সা সামী কলেজের প্রভাষক সাজেদুল ইসলাম শামীম(৩৫) ইন্তেকাল করেছেন ( ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪শে সেপ্টেম্বর ) সকাল ১০টায় স্টোক করলে মধুখালী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
বাদ আসর নিজ বাড়ীতে জানাজা শেষে উপজেলার রায়পুর ইউনিয়নের নিজ গ্রাম ব্রাহ্মণকান্দা মধ্যপাড়া গোরস্থানে মহুমের লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সময় জার্নাল/আরইউ