শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন :

‘নর্থ সাউথের ট্রাস্টিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা’

শুক্রবার, সেপ্টেম্বর ২৪, ২০২১
‘নর্থ সাউথের ট্রাস্টিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা’

সময় জার্নাল প্রতিবেদক :

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ির অপব্যবহার ও মোটা অংকের সিটিং অ্যালাউন্সসহ কয়েকটি বিষয়ে সৃষ্ট অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি আজিম উদ্দিন। 

এ বিষয়ে সময় জার্নালকে তিনি বলেন, নিজস্ব মেধা ও যোগ্যতায় রাষ্ট্রীয় আইন মেনে ব্যবসা করে প্রতিষ্ঠা পেয়েছি। সৎভাবে টাকা অর্জন করেছি। নিজেদের টাকায় দেশের প্রথম ও বিশ্বমানের বেসরকারী বিশ্ববিদ্যালয় গড়ে তুলি। আজ নর্থ-সাউথ থেকে পড়ালেখা করে হাজার হাজার শিক্ষার্থী আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়েছে। তাদের আলোকিত কর্মকান্ডে বিশ্ব দরবারে সুনাম ছড়াচ্ছে বাংলাদেশের। 

আজিম উদ্দিন আরও বলেন, জীবনে অনিয়ম দুর্নীতিকে কখনো প্রশয় দেইনি। গাড়িগুলো নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টিদের জন্য  সাবেক চেয়ারম্যান মরহুম এম এ হাসেম এর একক পছন্দে কেনা হয়। যার দায়ভার আজ আমাদের উপর চাপানো হচ্ছে। 

অথচ একপক্ষের বক্তব্য নিয়ে গুটিকয়েক পত্রিকায় বাজে রিপোর্ট করে সম্মানী ব্যক্তিদের বিরুদ্ধে নিন্দা ছড়াচ্ছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষার প্রখ্যাত পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক আজিম উদ্দিন আহমেদ। এর আগেও তিনি তিনবার এনএসইউ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি মিউচুয়াল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তিনি দেশের শীর্ষস্থানীয় বেসরকারী ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর এবং প্রাক্তন চেয়ারম্যান। তিনি একজন সফল ব্যবসায়ী যিনি দেশের ৯টি কোম্পানির শীর্ষস্থানীয় পদে ছিলেন। ছাত্র অবস্থায় খুব অল্প বয়সেই ১৯৬২ সালে তিনি ট্রেডিং ব্যবসা শুরু করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধ-পূর্ব বাংলাদেশে বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন, স্বাধীনতার পরে ব্যবসায়ী হিসেবে তিনি আরও সমৃদ্ধ হন।

আজিম আহমেদ একজন ভ্রমণ উৎসাহী হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন দেশ পরিদর্শন করেছেন। ব্যবসায়ী সম্প্রদায়ের একজন সম্মানিত নেতা হিসাবে, তিনি বারবার মেয়াদে বিভিন্ন বাণিজ্য সংস্থার নির্বাহী কমিটির দায়িত্ব পালন করেছেন, যেমন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ ইনডেন্টিং সমিতি, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএবি)। তিনি বর্তমানে বাংলাদেশ গ্রাহক পণ্য প্রস্তুতকারক ও বিপণন সমিতির সভাপতি।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল