ডা. ইমাম হোসাইন মামুন :
চেম্বারে যখন আস্তে ধীরে সময় নিয়ে রোগী দেখি, তখন বাইরে থেকে অন্য রোগীকে বলতে শুনি - কী ব্যাপার, ডাক্তার এত স্লো কেন?
ঠিক একই সময় নিয়ে যখন ওই রোগীকে দেখি তখন তারা অনেক হাসিমুখে বিদায় নেয়। খুশি হয়। কেউ কেউতো খুশিতে দুইবারও হ্যান্ডশেক করেন।
এটা কেউ বুঝতে চায় না যে, এই খুশি হওয়ার অধিকার সবার আছে। সবাই তাদের রোগ সম্পর্কে বুঝতে চায়। ঔষধ সম্পর্কে বুঝতে চায়। হয়তো জড়তার কারণে জিজ্ঞেস করতে পারে না। এজন্য নিজেই এক এক করে সব বুঝিয়ে দেই। লিখেও দেয়ার চেষ্টা করি সব উপদেশ।
যদি সময় নিয়ে না দেখতাম, হয়তো উনারাই বলতেন - ডাক্তার কলমের খোঁচা মেরেই টাকা নেয়। সময় দেয় না রোগীকে।
ডাক্তারের চেম্বারে যখন যাবেন একটু সময় নিয়েই যাবেন। এতে নিজের যেমন উপকার, তেমনি অন্য রোগীরও উপকার হয়। তাড়াহুড়ো আপনি করলে ডাক্তারও করবে। লস কিন্তু আপনারই। আপনার জন্য আরেক রোগীকে পর্যাপ্ত সময় দিতে না পারলে আপনার পরবর্তী জনও আপনাকে সময় দিতে দেবে না।
সুতরাং, নিজের জন্য যেটা আমরা ভালো মনে করি, সেটা অপরের জন্যও ভালো মনে করতে হবে।
সময় জার্নাল/ইএইচ