এহসান রানা, ফরিদপুর :
ফরিদপুরের বোয়ালমারীর কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ নৌকা বাইচ দেখতে কুমার নদের দু’পাড়ে অসংখ্য নারী-পুরুষের ঢল নামে।
উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে বার্ষিক মেলা উপলক্ষে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা। বিভিন্ন অঞ্চলের ১০ টি নৌকা বাইচে অংশ গ্রহণ করে।
নৌকা বাইচ শেষে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলা পরিচালনা কমিটির সভাপতি খন্দকার ওমর হাফিজ মুক্তি'র সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, শেখর ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাফিল মোল্যা, সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, বিএনপি নেতা সৈয়দ সাহাবুদ্দিন আহমেদ সাকুর, তেলজুড়ি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ওবায়দুর রহমান সরদার প্রমুখ।
মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অবলোকন ও মেলা পরিদর্শন করেন ডিআইজি মোঃ ইলিয়াস শরীফ।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী দলকে ২টি ফ্রিজ ও তৃতীয় স্থানকারীকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে প্রদান করেন।
সময় জার্নাল/েইএইচ