রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

রোববার, সেপ্টেম্বর ২৬, ২০২১
কুড়িগ্রামের ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। 

রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের সামনে এ ঘোষণা দেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস অনুষ্ঠানের উদ্যোক্তা। এই ঘোষণার পর আগামি তিন বছরের মধ্যে এই ইউনিয়নকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত করার জন্য এলাকার জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে প্রতিরোধে একত্রে কাজ করার অঙ্গিকার করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পানাউল্ল্যা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন, আরডিআরএস’র প্রতিনিধি আরিফ-উজ-জামান, ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা রুবেল।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল