নিজস্ব প্রতিবেদক: সশরীরে ক্লাস-পরীক্ষা গ্রহণসহ ব্লেন্ডেড লার্নিং জগতে প্রবেশ করতে যাচ্ছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ বেলা ১১ টায় অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের পঞ্চম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৯ অক্টোবর ২০২১ তারিখ থেকে ইউজিসির নীতিমালা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে। তবে শর্ত হচ্ছে সকল শিক্ষার্থীকে অবশ্যই এসময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। যারা অন্তত একটি টিকার ডোজ সম্পন্ন করবে না তারা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
উল্লেখ্য, একাডেমিক কাউন্সিলের সভায় উন্নত বিশ্বের ন্যায় ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় যা বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থায় প্রথম পদক্ষেপ।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ইসমত আরা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫ম জরুরী সভায় সিদ্ধান্ত নেয়া হয় যা আগামী সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন পেলে বাস্তবায়িত হবে।
সময় জার্নাল/এমআই