নিজস্ব প্রতিবেদক: কবি ও কথাসাহিত্যিক ফরিদা মজিদ আজ ভোরে ঢাকা ল্যাবএইড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফরিদা মজিদ কবি গোলাম মোস্তফার বড় মেয়ে জোছনার কন্যা।
ফরিদা মজিদের জন্ম কলকাতায় ১৯৪২ সালের ২৭ জুলাই। কবি গোলাম মোস্তফার সান্নিধ্যেই তার কবি সত্তা গড়ে উঠে। ছোটবেলা থেকেই তিনি লিখে আসছেন নানা সঙ্গ, প্রসঙ্গে। মাত্র একটি কবিতার বই দিয়েই তিনি কবি হিসেবে পরিচিত “গাঁদা ফুলের প্রয়াণ ও যারা বেঁচে থাকবে” শিরোনামের কবিতার বইটি প্রকাশ করেছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স।
কবি ফরিদা মজিদ দীর্ঘকাল প্রবাস জীবন কাটিয়েছেন। প্রথমে লন্ডনে পরে আমেরিকায়। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি লন্ডনে বসে দেশের বড় বড় কবি সাহিত্যিকদের লেখা অনুবাদ করেছেন। সম্পাদনা ও প্রকাশনার কাজ করেছেন।
পরবর্তীকালে নিউ নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত ইংরেজির লেকচারার হিসেবে কাজ করেছেন নিউইয়র্ক এর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে। ২০০৬ সালে তিনি দেশে ফিরে আসেন। আর যাননি বিদেশে।
সময় জার্নাল/এমআই