নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবাসন নিশ্চিত করার দাবিতে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাবি শিক্ষার্থী কে এম শাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিসে রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে সমাপনী বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে। ওই সময় তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা ভাল বলে জানা গেছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী তারিকুল ইসলাম বলেন, বক্তব্য দেওয়ার এক দেড় মিনিট পরে তার আওয়াজ কমে যায়। একপর্যায়ে তিনি পড়ে যাওয়ার উপক্রম হয়। ওই সময় তাকে ধরে তার মাথায় পানি দেওয়া হলে তিনি বমি করতে থাকেন এবং অজ্ঞান হয়ে যান। পরে তাকে মেডিকেলে পাঠানো হয়।
এর আগে মানববন্ধনে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহীন জোহরা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মশিউর রহমান, বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা আমানুল্লাহ আমান বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ভর্তিচ্ছুরা যাতে নিরাপত্তা হীনতায় না ভুগে তার দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ভর্তিচ্ছুদের আবাসন সংকটের ব্যাপার নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলে কোনো ফলপ্রসু ফলাফল পায়নি। প্রশাসনকে বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কনো নেগেটিভ ধারণা না নিয়ে ফিরতে হয় সে দিকে বিশেষ নজর রাখবেন।
বক্তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে অনেক মেস মালিক বাড়তি টাকা কামানোর ফন্দি করছে। আমরা সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সেই দিকে বিশেষ নজর রাখেন।
কর্মসূচিতে সংগঠনটির সভাপতি কেএম শাকিবের সভাপতিত্বে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই