তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির 'শিক্ষক উপদেষ্টা' হিসেবে সম্পৃক্ত হয়েছেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সদ্য সাবেক সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম কামাল উদ্দিন হায়দার। সুনামের সঙ্গে শিক্ষকতার পাশাপাশি তিনি ক্যাম্পাসে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিজেকে জড়িয়েছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সমিতির শিক্ষক অভিভাবক হিসেবে এস এম কামাল উদ্দিন হায়দারকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেন অধ্যক্ষ অধ্যাপক মোঃ আশরাফ হোসেন। তিতুমীর কলেজে কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মোঃ শামীম হোসেন শিশির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সর্ম্পকে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির 'শিক্ষক উপদেষ্টা' হিসেবে আমাকে সুযোগ করে দেয়ার জন্য আমি সাংবাদিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ব্যক্তিগত ভাবেও সাংবাদিকতা পছন্দ করি। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। আমি আশা করছি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাথে আমার আগামী পথচলা সুন্দর হবে। তিতুমীর কলেজ সহ দেশকে আরও কিছু ভালো কাজ উপহার দিতে পারবো। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির জন্য শুভকামনা থাকবে।
সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা হওয়ায় কামাল উদ্দিন হায়দারকে অভিনন্দন জানান তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা।
এ সর্ম্পকে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির বলেন, কামাল উদ্দিন হায়দার স্যার সাংবাদিকবান্ধব। স্যারের সাহচর্যে সাংবাদিক সমিতির দিনলিপিগুলো আরও উজ্জ্বল ও চৌকস হবে বলে আশা করছি। সাংবাদিক সমিতি সব সময় সৃজনশীল কাজের সম্পৃক্ত থাকে আর স্যার নিজেও একজন সৃজনশীল গড়নার মানুষ।
সময় জার্নাল/এমআই