আব্দুর রব হাবিপ্রবি, হাবিপ্রবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল কর্মসূচির আয়োজন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে হাবিপ্রবি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করে এবং বাদ যোহর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সু-স্থাস্থ্য ও দীর্ঘাযু কামনা করা হয়।
ছাত্রলীগ নেতা নিশাদ ও আশিকের এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়হান বেগ, কৃষিবিদ জাহিদ শাহ্, কল্লোল, রউফ, আলামিন খালিফ, রনি, শামস ইসলাম, জয় ভৌমিক, দেলোয়ার, জাহিদ ও অন্যান্যরা।
ছাত্রলীগ নেতা নিশাদ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আজকের এই জন্মদিনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আগের ন্যায় আগামী দিনগুলোতেও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
সময় জার্নাল/এমআই