বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১
বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ সরকার নিবন্ধিত এনজিও ও জাতিসংঘের কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত প্রতিষ্ঠান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন পরিচালিত মজার পাঠশালার শিক্ষার্থীদের মাঝে জলাতঙ্ক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় চান্দগাঁস্থ ফাউন্ডেশন কমপ্লেক্সে আয়োজিত কর্মসূচিতে ওয়ান হেলথ ইয়াং ভয়েস বাংলাদেশ এর সভাপতি ইসরাত জাহান ইশা পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপন করেন।
এ সময় তিনি বলেন, "আমাদের দেশে প্রতিবছর জলাতঙ্কে আক্রান্ত মানুষের মাঝে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্তের হার বহন করে। তাই এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে চেষ্টা করছি শিশুদের জলাতঙ্কের ভয়াবহতা ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে জানাতে এবং তার সাথে ওয়ান হ্যালথ স্বাস্থ্য নিয়ে ধারণা প্রদান করতে"।
ভিডিও প্রদর্শনের মাধ্যমে জলাতঙ্কের বিভিন্ন অবস্থা শিক্ষার্থীদের বুঝিয়ে দেন জেনারেল মেম্বার মোঃ শাহাদাত হেসেন পলক এবং মোঃ জাহেদুল হাসান রকি।
মজার পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে আরও সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ওয়ান হেলথ ইয়াং ভয়েস, বাংলাদেশ এর কারিগরি সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়নে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট কোর্ডিনেটর মোঃ শওকত আরাফাত। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা শেখ আব্দুল মনির, সাইফুদ্দীন শিমুলসহ স্বেচ্ছাসেবক ফারুক, সুফিয়ান, ওয়ান হ্যালথ ইয়াং ভয়েস বাংলাদেশ এর জেনারেল মেম্বার শান্ত চক্রবর্তী, আশরাফুল প্রমুখ।
মজার পাঠশালার ৩০ জন শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতা সহ সংশ্লিষ্ট বিষয়ে পুরস্কার বিতরণের মাধ্যেম অনুষ্ঠান শেষ হয়।
সময় জার্নাল/ইএইচ