নিজস্ব প্রতিবেদক: ১০১ বছর বয়সী বিশিষ্ট লোকতাত্ত্বিক, ধর্মবেত্তা, ভাষা জ্ঞানী, ত্রিকালদর্শী স্মৃতিমান মহীয়সী নারী আলহাজ্ব মোসাম্মাৎ জামিলা খাতুনকে ‘‘নওয়াব ফয়জুন্নেসা সিএনসি পদক’’এ সম্মানিত করা হয়েছে।
সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)’র ২৫ বছর পূর্তিতে ২৯ সেপ্টেম্বর রাত ৮-৪৫মি. ভার্চুয়াল অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী [লালকুঠি দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব]। প্রধান আলোচক ছিলেন সম্মাননাপ্রাপ্তার সুযোগ্য সন্তান ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম।
এসময় জামিলা খাতুনকে নিয়ে মরহুম অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের লেখা কবিতা ‘শতবর্ষী এক রমণীর মুখ’ আবৃত্তি করেন খ্যাতিমান বাচিকশিল্পী বদরুল আহসান খান।
সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক অনুষ্ঠান পরিচালনাসহ সূচনা ও সমাপনী বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন সিএনসির মিডিয়া এক্সিকিউটিভ ইসমাইল হোসেন।
সময় জার্নাল/এমআই