মুকবুল হোসেন, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আন্তঃজেলা মাদক চোরাকারবারি দলের চার সদস্য গ্রেপ্তার সহ মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ৮৫০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান ৩০ সেপ্টেম্বর ভোর ৫:৩০ ঘটিকায় গজারিয়া থানার একটি চৌকস অভিযানিক দল বালুয়াকান্দি ইউনিয়নের তেতুলতলা এলাকায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম গ্রামী রোড়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আন্তঃজেলা মাদক চোরাকারবারি দলের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত চোরাকারবারি দলের সক্রিয় সদস্যরা হলেন, কুমিল্লা জেলা, মেঘনা থানা, গাছিপুর ইউনিয়ন, ব্রাহ্মণচর গ্রামের দুধ মিয়ার ছেলে ইসমাইল হোসেন, নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানা, চাঁনপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ মনির হোসেন (৩০), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা বালুয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সৌরভ, তারা মিয়ার ছেলে মোঃ বাদল।
অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত চার সদস্যের সাথে ৮৫০ ক্যান বিদেশি বিয়ার ও মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। জব্দকৃত ৮৫০ ক্যানের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।
সময় জার্নাল/এমআই